ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

পেসার হার্শাল প্যাটেলের পারফরম্যান্সে অবাক গৌতম গম্ভীর

শুক্রবার রাঁচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় পেসার হার্শাল প্যাটেলের কাছে ব্যাপারটা যেন ছিল, ‘এলাম, দেখলাম, জয় করলাম।’ যার পারফরম্যান্স দেখে রীতিমতো অবাক হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর।


নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আঙুলে চোট পান মোহাম্মদ সিরাজ। যা খুলে দেয় হার্শালের ভাগ্য। শুক্রবার রাঁচিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হার্শাল।


ডানহাতি এ পেসারের এমন পারফরম্যান্সে মুগ্ধ গম্ভীর বলেছেন, ‘সে (হার্শাল) অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। দেখে মনেই হয়নি সে প্রথম ম্যাচ খেলছে। ৮-১০ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্স ও আইপিএলের এক দুর্দান্ত মৌসুমের আত্মবিশ্বাসেই সে এমন অসাধারণ পারফরম্যান্স করেছে।’


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সবশেষ আসরে রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরুর হয়ে অসাধারণ মৌসুম কাটিয়েছেন হার্শাল। এই আসরে ৩২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে জিতেছেন পার্পল ক্যাপ। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক।


একইসঙ্গে এক আইপিএল মৌসুমে সর্বোচ্চ উইকেট নিয়ে ছুঁয়েছেন ডোয়াইন ব্রাভোর রেকর্ড। ২০১৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে ৩২ উইকেট নিয়েছিলেন ব্রাভো।

ads

Our Facebook Page